আমাদের সফলতা – ৩

আবারও শুকরিয়া জানাই আল্লাহর দরবারে তাঁর দেয়া নেয়ামতের জন্য। এই মায়ের স্বামী বিদেশে থাকেন। গত বছর মাত্র দুই মাসের ছুটিতে এসেছিলেন। স্ত্রীর PCOS এবং থাইরয়েডের সমস্যা ছিলো। স্বামী আসার পর পরই Fertility treatment শুরু করি। প্রথম মাসে কনসিভ না করলেও দ্বিতীয় মাসে সে কনসিভ করে। নয় মাস তাকে ভালোভাবে ফলোআপ করা হয়। ৩৯ সপ্তাহের শেষের দিকে একদিন ভোরে পানি ভেঙে যায়। হাসপাতালে আসলে আমরা ব্যথার ঔষধ শুরু করি এবং খুব সুন্দর রেসপন্স দেখি। আলহামদুলিলল্লাহ, কোনো প্রকার জটিলতা ছাড়াই নরমাল ডেলিভারীর মাধ্যমে ফুটফুটে এই শিশুটির 💚আবির্ভাব ঘটে এই ধরণীতে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *