ছোট্ট বাবুটা ডাক্তার আন্টির আদর পেয়ে অনেক খুশি, ডাক্তার আন্টিও ওকে দেখে অনেক খুশি । ওর জন্মের আগে বেশ কয়েক বছর যাবৎ ওর মা বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছিলেন। আমার কাছে যখন চিকিৎসার জন্য আসেন তখন পরীক্ষা-নিরীক্ষার পর ঔষধ দেয়ার পর পরই ওর মা কনসিভ করেন, আলহামদুলিল্লাহ। গর্ভকালীন পুরো সময়টাই আমার চেকআপে ছিলেন এবং নয় মাস পর এই ফুটফুটে বাচ্চাটির জন্ম দেন। এখন আবার দ্বিতীয় বাচ্চা নেবার পরিকল্পনা করছেন। আর তাই সেদিন প্রথম বাচ্চাসহ আমার চেম্বারে আসেন। এসেই বলেন, “ম্যাডাম, এই যে দেখেন, আমার মেয়ে। আপনার চিকিৎসাতে আমি মা হতে পেরেছি। এখন দ্বিতীয় বাচ্চা নিতে চাই।”
আলহামদুলিল্লাহ, রহমতের মালিক আল্লাহ।